১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

কুমিল্লার বরুড়া উপজেলায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বরুড়া উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নিবার্চন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রার্থীরা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তারা হলেন- খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রব, শিলুড়ী (উত্তর) ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী হাজী নুরুল হক, শিলমুড়ী (দক্ষিণ) ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলম।

তারা জানান, সকাল ৮টার সময় বিভিন্ন কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় সরকার দলীয় সমর্থকরা। দীর্ঘ ২০ বছর পর ৩টি ইউনিয়নে নিবার্চন অনুষ্ঠিত হলেও ভোটাররা ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যান।

উপজেলা নিবার্চন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, শুনেছি সকাল আনুমানিক ১১টার দিকে বিএনপির প্রার্থীরা অভিযোগ নিয়ে এসেছেন। আমি খোশবাস ইউনিয়নে পর্যবেক্ষণে আছি।

বিএনপির একটি সূত্র প্রার্থীদের ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ২:১০ অপরাহ্ণ