১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়ার্টার মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্থানীয় সার্কিট হাউসে কিছু সময় অতিবাহিত করবেন। এরপর বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভায় ৫ লাখ নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভাষণ শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
জনসভার আগে দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় দেড় যুগ পর প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বর্ণিল রঙে সেজেছে উত্তরের জনপদ ঠাকুরগাঁও। প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও আসার খবরে প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছে জেলাবাসী।
সরাসরি ঠাকুরগাঁও-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস, পড়ে থাকা বিমানবন্দর ও রেশম কারখানা চালু, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনসহ বেকারত্ব দূরীকরণে উদ্যোগ গ্রহণের দাবি এলাকাবাসীর।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১০:০৩ পূর্বাহ্ণ