১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

ইভ টিজিং জেরে ঢাবি-ঢাকা কলেজ মারামারি: আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

ইভটিজিংয়ের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাবির এক শিক্ষার্থী এবং ঢাকা কলেজের চার শিক্ষার্থী রয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেল ও ঢাকা কলেজের সাউথ হলের শিক্ষার্থীদের মধ্যে এই মারামারি হয়। আহত ঢাবি শিক্ষার্থীর নাম শাহাদাত। তিনি বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

ঢাকা কলেজের আহত শিক্ষার্থীরা হলেন শামিম, আবির, রিফাত ও মিথুন। তারা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা কলেজ শাখা ছাত্রলীগ নেতা কামালের অনুসারী। আহত সবাইকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী শামিমের মাথায় সাতটি সেলাই দেয়া হয়েছে। আঘাতে আবিরের মাথাও ফেটে গেছে। এছাড়া ঢাবি শিক্ষার্থী শাহাদাতের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে।

জানা গেছে, ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের সামনে বিজয় কর্নার রেস্টুরেন্টে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিচ্ছিলেন। এই সময় তারা কয়েকজন মেয়েকে নিয়ে মন্তব্য করলে ঘটনাস্থলে উপস্থিত ঢাবির শিক্ষার্থী শাহাদাতের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এই সময় শাহাদাতকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে। এতে তার মাথা ফেটে যায়।

ঘটনাস্থলের পাশে থাকা শাহনেওয়াজ হোস্টেলের অন্য শিক্ষার্থীরা এসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করে। উভয়পক্ষের মারধর ও পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে ঢাকা কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীমের মাথা ফেটে যায়। এছাড়া আবিরের মাথাও ফেটে যায়। খবর পেয়ে ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীরা শাহনেওয়াজ হোস্টেলের সামনে অবস্থান নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা করা হলে রাত সাড়ে ১২ দিকে পরিস্থিতি শান্ত হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিচয় জানতে পারলেও মারধরকারী ঢাবির শিক্ষার্থীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ঢাকা কলেজ ছাত্রলীগের (বর্তমানে কমিটি স্থগিত) পক্ষ থেকে দাবি করা হয় এটা শাহনেওয়াজ হল ছাত্রলীগের এস এম জোহা এবং মিঠুনের নির্দেশে হয়েছে। তবে প্রতিবেদকের পক্ষে তাদের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জানতে চাইলে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত জানান, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের হোস্টলের সামনে এসে মেয়েদের বাজে কমেন্ট করেছে। এটা আমার ভালো লাগেনি। তাই তাদের নিষেধ করলে তারা আমাকে মারধর করে।’ ঢাকা কলেজের শিক্ষার্থী ইমরান জানান, ‘ঢাবি শিক্ষার্থীরা অকারণে আমার বন্ধুদের মারধর করে। হয়তো আমরা ওইখানে আড্ডা দিয়েছি তাদের এটা ভালো লাগেনি।’

ঘটনার সত্যতা স্বীকার করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দুই পক্ষকে ফিরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি শান্ত।’ জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগকে ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি। সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানি বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা প্রক্টরিয়াল টিম পাঠিয়েছিলাম। পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১০:৪২ পূর্বাহ্ণ