১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

ঢাকা-মানিকগঞ্জ রুটে চলছে পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:

৫ দফা দাবিতে ঢাকা- মানিকগঞ্জ রুটে পরিবহন ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে এ ধর্মঘট পালন করছে গাবতলী বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ৪৮ ঘণ্টার এই ধর্মঘট প্রতিহতে রাজপথে রয়েছে মানকিগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু ওনার্স গ্রুপ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকার নবীনগর, সাভার ও গুলিস্তানগামী সব ধরনের পরিবহন চলাচল করছে। ধর্মঘট ডাকা হলেও জেলা পরিবহন মালিকরা তাদের পরিবহন বন্ধ রাখেনি। এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ধর্মঘটকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে মহাসড়কের নিজ নিজ থানার পুলিশসহ বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১০:২৩ পূর্বাহ্ণ