১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

আশুলিয়ায় কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় ইফাদ মাল্টি পোডাক্টস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৬টার দিকে আশুলিয়ার বড় রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ৫-এর সিনিয়র কমান্ডার আনোয়ারুল হক জানান, সকাল ৬টার দিকে ইফাদ মাল্টি পোডাক্টস লিমিটেড কারখানার তিনতলায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সাভার ও আশুলিয়ার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার তিন তলার কাঠামো ভেঙে গেছে। তবে তাৎক্ষণিক আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ১০:১৭ পূর্বাহ্ণ