১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

খুলনার এফআর জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনা প্রতিবেদক:

খুলনার ব্যক্তিমালিকানাধীন এফআর জুটমিল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার বিকেল ৩টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন খুলনা বাইপাস সড়কের বিকেএসপি সংলগ্ন মিলের ২ নম্বর স্টক গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আরও দু’টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কেউ কোন তথ্য জানাতে পারেনি।

ফায়ার সার্ভিসের সূত্র জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর বয়রা স্টেশন থেকে ২টি, খালিশপুর থেকে ১টি, দৌলতপুর থেকে ১টি, খানজাহান আলী থেকে ১টি, ডুমুরিয়া থেকে ১টি এবং নওয়াপাড়া স্টেশন থেকে ১টি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়রা জানান, শরীফ ফজলুর রহমানের মালিকানাধীন এফআর জুটমিল লিমিটেডে মঙ্গলবার দুপুরের শিফটে কাজ করছিল শ্রমিকরা। হঠাৎ মিলের ২নম্বর স্টক গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ভয়ে শ্রমিকরা বের হয়ে যায়। দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল বলেন, তিনটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। উপরের টিনের ছাউনি পুড়ে আগুন ভিতরে পাটজাতদ্রব্যে লেগেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ