১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির র‌্যালী শুরু

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির র‌্যালী শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দুইটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালী শুরু করে দলের নেতাকর্মীরা। র‌্যালিটি নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, শান্তিগর হয়ে মালিবাগ মোড় পর্যন্ত গিয়ে শেষ হবে।
র‌্যালীর উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ঐ্যানীসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ২:৫৬ অপরাহ্ণ