নিজস্ব প্রতিবেদক:
নদী খাল খনন কর, বাংলাদেশ রক্ষা কর’ এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. চৌধুরী সারওয়ার জাহান, জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সনাক সভাপতি রেজাউল করিম রেজাসহ স্থানীয় নেতারা।
মতবিনিময়কালে বক্তারা বলেন, অবাধ পানি প্রবাহের চাহিদা থাকলেও নাটোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদ আজ মৃত। এই নদ খনন এবং এর পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

