১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

সিরাজগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ পৌর এলাকা দিয়ারধানগড়া মহল্লা থেকে ১১ পিস ইয়াবাসহ শাকিল হোসেন(২৬) নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে দিয়ার ধানগড়া জামে মসজিদ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক শাকিল ওই এলাকার মৃত ফরিদ হোসেনের ছেলে ও ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে দিয়ার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে ১১পিস ইয়াবাসহ শাকিলকে আটক করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ