১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৪

ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বর্ণনা দিলেন স্টর্মি

আন্তর্জাতিক ডেস্ক:

যৌন সম্পর্কের বিষয়ে নীরব থাকার জন্য হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার সিবিএস’র জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিট’-এ সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস। ক্ষমতায় আসার ১১ দিন আগে চুপ থাকার জন্য তাকে দিয়ে একটি চুক্তিতে স্বাক্ষরও করানো হয়। বিনিময়ে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দেয়া হয়।
ড্যানিয়েলস জানিয়েছেন, ২০০৬ সালের আগে তাদের সম্পর্ক নিয়ে কখনও কোনও ঢাকঢাক গুড় গুড় করেননি ট্রাম্প। তবে তাদের গল্প একটি ম্যাগাজিনকে বিক্রি করার প্রস্তাব দিলেই ট্রাম্প বেঁকে বসেন। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের ঘরে ডিনারের শেষে একবার তারা স্বেচ্ছায় মিলিত হয়েছিলেন। সে সময় ট্রাম্প তাকে বলেছিলেন, ‘ওয়াও! তুমি খুব স্পেশ্যাল। তুমি আমাকে আমার কন্যার কথা মনে করিয়ে দিলে। ও তোমার মতোই স্মার্ট আর সুন্দরী। আই লাইক ইউ।’

লাস ভেগাসে ট্রাম্পের হয়ে অন্য এক অপরিচিত ব্যক্তি তাকে চুপ থাকতে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ড্যানিয়েলস। তিনি বলেন, আমি একটি পার্কিং লটে দাঁড়িয়েছিলাম। আমার ছোট্ট কন্যাকে নিয়ে ফিটনেস ক্লাসে যাচ্ছিলাম। হঠাৎ একটা ছেলে আমার পাশে এসে বলল, ট্রাম্পকে ছেড়ে দাও। ওই বিষয়ে সব ভুলে যাও। এরপর আমার মেয়ের দিকে তাকিয়ে ছেলেটি বলল, খুব মিষ্টি বাচ্চা। ওর মায়ের কিছু হলে, সেটা খুব খারাপ হবে।
যদিও এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। যদিও নিজের ঘনিষ্ঠ প্রতিনিধিদের মাধ্যমে অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ