১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

আজ স্বাধীনতা র‌্যালি করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। বেলা দুইটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে। শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে।

ইতোমধ্যে এই র‌্যালির মৌখিক অনুমতি মিলেছে বলে জানিয়েছেন দলটির নেতারা। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা মঙ্গলবার র‌্যালি করবেন এবং পুলিশ তাদেরকে এই র‌্যালির মৌখিক অনুমতি দিয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, র‌্যালিতে বিএনপির জাতীয় নেতারা অংশ নেবেন। র‌্যালিতে অংশ নিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বেলা একটার মধ্যে কার্যালয়ের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে দলটি। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করবে বিএনপি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ