১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৩৯

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত রাতে চট্টগ্রাম হাটহাজারী সড়কের বালুচরায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ওই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাটির তিন যাত্রী। গুরুতর আহত হন চালকসহ দুজন। দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১০:২৬ পূর্বাহ্ণ