১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩

২০ রোজার মধ্যে ঈদ বোনাস পাচ্ছে পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২০ রোজার মধ্যে দেয়া হবে।এ কথা বলেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির। সোমবার (২৯ মে) ঢাকার কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্পের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি’র সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে শ্রমিকনেতারা ১৫ রোজার মধ্যে ঈদ বোনাস ও বকেয়া ওভারটাইম এবং ঈদের ছুটির আগেই জুন মাসের ২০ দিনের বেতন পরিশোধ করার দাবি জানান। শ্রমিকনেতা সিরাজুল ইসলাম ও লীমা ফেরদৌস অভিযোগ করে বলেন, নিবন্ধনবিহীন ফেডারেশন নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছে না। সে জন্য শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৯, ২০১৭ ৩:১৩ অপরাহ্ণ