আন্তর্জাতিক ডেস্ক:
রাজধানী মোগাদিসুতে সোমালিয়ার সংসদের পাশে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত ও বেশকিছু লোক আহত হয়। রবিবার নিরাপত্তা চেকপয়েন্টের কাছে গাড়িটি থামানোর পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন দ্যা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে চেকপয়েন্টের কাছে গাড়িটি থামালে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হামলাকারীসহ দুই সেনা সদস্য নিহত হয়। আহতদের মধ্যে ১০ জন রিক্সাচালক ছিল।
শহরের একমাত্র উদ্ধার সেবা প্রদানকারী আমিন অ্যাম্বুলেন্সের পরিচালক আব্দিকাদির আব্দিরহমান বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও বাকিরা আহত হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের ফটোগ্রাফার ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরণের পরে ওখানে বিধ্বস্ত গাড়ি ও তিনটি স্কুটার উল্টে পড়ে থাকতে দেখা যায়।
সোমালিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের সদর দরজা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
দৈনিক দেশজনতা /এন আর