১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:১২

ছাত্রলীগকর্মী হত্যা : খাগড়াছড়ি পৌরমেয়রসহ ৩৪ জনকে আসামি করে মামলা

খাগড়াছড়ি প্রতিবেদক:

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকান্ডে পৌরসভার মেয়র মো: রফিকুল আলম ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ প্রতিপক্ষের অন্তত ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার রাতে নিহত রাসেলের মা খোদেজা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আসামিদের নাম বলতে রাজি না হলেও হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে এবং হত্যাকারীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে বলে জানান।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের মিলনপুর এলাকায় দুর্বৃত্তরা ছাত্রলীগ কর্মী রাসেলকে কুপিয়ে আহত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীরা ছাত্রলীগকর্মী রাসেল হত্যাকান্ডের জন্য পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছে।

উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ি আওয়ামী লীগে বিভক্তি দেখা দেয়। সে থেকে লেগেই আছে দুই পক্ষের মধ্যে প্রতিনিয়ত হামলা, মামলা ও সংঘর্ষ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ৩:৪৫ অপরাহ্ণ