১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

নেত্রীর মুক্তি আন্দোলনে বিএনপি অবশ্যই জয়ী হবে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান সংগ্রামে বিএনপি অবশ্যই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশা ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে, সব দলের অংশগ্রহণে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল বন্দিদের মুক্ত করে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। এই জন্য আমরা সংগ্রাম করছি এবং এ সংগ্রামে অবশ্যই আমরা বিজয়ী হবো।

স্বাধীনতা দিবসটিও বেগম জিয়াকে কারাবরণের মধ্যে দিয়ে উদযাপন করতে হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আজকে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। আওয়ামী লীগ সরকার তাদের নীক-নকশার মধ্য দিয়ে একদলীয় শাসন আবারো প্রতিষ্ঠিত করতে চায়। আর এই কারণে বেগম জিয়াসহ আমাদের (বিএনপি) হাজার-হাজার নেতাকর্মীকে কারারুদ্ধ করে রেখেছে।

মির্জা ফখরুল বলেন, আমরা বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করেছি। আর এই আন্দোলনের মধ্যে দিয়েই দেশে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করবো।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, আলতাফ হোসেন চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, জয়নাল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদকর শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস, ওলামা দলের সভাপতি এম এ মালেক খানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ