১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

মার্কিন নিষেধাজ্ঞায় পাকিস্তানের ৭ প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক:

পরমাণু বাণিজ্যের সঙ্গে যুক্ত থেকে মার্কিন স্বার্থ ও নিরাপত্তাকে ঝুঁকিগ্রস্ত করতে পারে- এমন অভিযোগে সাত পাকিস্তানি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে পরমাণু শক্তিধর দেশগুলোর সংস্থা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) পাকিস্তানের যোগাদানে সমস্যা হতে পারে।
মার্কিন ইন্ডাস্ট্রি ও নিরাপত্তা ব্যুরোর তৈরি করা ওই তালিকায় ঘোষণা করা হয়েছে, পাকিস্তানের সাত কোম্পানি যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এ নিয়ে মোট ২৩ কোম্পানিকে চলতি সপ্তাহে ফেডারেল রেজিস্টারের তালিকাভুক্ত করা হলো। পাকিস্তানি কোম্পানিগুলো ছাড়াও দক্ষিণ সুদানের ১৫টি কোম্পানি ও সিঙ্গাপুরের একটি কোম্পানিকে নিষেধাজ্ঞা তালিকায় নেয়া হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ করা হবে। ফলে তাদের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হতে পারে। পাকিস্তানের সাতটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির ব্যাপারে বলা হয়েছে, তারা পরমাণু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে, যা মার্কিন বিদেশ নীতির বিপরীত।

এনএসজিতে যোগ দিতে ২০১৬ সালে আবেদন করেছে পাকিস্তান। অপরদিকে ভারতও সংস্থাটিতে যোগ দেয়ার চেষ্টা করে আসছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ভারতের পক্ষে সমর্থন দিলেও চীন ‍ও তুরস্কসহ অনেক দেশই পাকিস্তানের পক্ষে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১:১৯ অপরাহ্ণ