২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৫৬

পশ্চিমবঙ্গে সিনেমা হলের দেওয়াল চাপায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি সিনেমা হলের দেয়াল চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, হাওড়ায় বঙ্গবাসী নামের একটি সিনেমা হলের সংস্কার কাজ চলছে। সেই কাজেই নিযুক্ত ছিলেন শ্রমিকেরা। কাজ চলাকালীন সিনেমা হলের দেয়াল ভেঙে পড়ায় আহত হন কর্মরত চার শ্রমিক।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় শ্রমিকদের চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরে মৃত্যু হয় দুই শ্রমিকের।

মৃতদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১২:৫১ অপরাহ্ণ