১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

পদ্মা সেতু প্রকল্প দেখতে মুন্সীগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২ এপ্রিল পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্ত ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের চলমান নির্মাণ কর্মযজ্ঞ ঘুরে দেখবেন।  এদিকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে রোববার পর্যন্ত তার সফরসূচি প্রকল্প সংশ্নিষ্ট দপ্তর ও সংশ্নিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়নি।

রাষ্ট্রপতির এ পরিদর্শনের কথা গতকাল দুপুরে সমকালকে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা।

রাষ্ট্রপতির আগমনের খবর পেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সেতু বিভাগ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলা প্রশাসনসহ সংশ্নিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন ব্যস্ত সময় পার করছেন। বিষয়টি নিয়ে দুই জেলাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পদ্মা সেতুর দায়িত্বশীল সূত্র জানায়, রাষ্ট্রপতি ওই দিন এসে মাওয়া প্রান্তে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডসহ সেতু নির্মাণের কর্মযজ্ঞ দেখবেন। পরে শ্রীনগরের দোগাছি এলাকার প্রকল্পের সার্ভিস এরিয়ায় দুপুরে খাবার ও কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিকেলে নৌ-জাহাজে চড়ে পদ্মার পাড়ে কাশবনের অপূর্বসুন্দর পরিবেশ-ঘেরা জাজিরা প্রান্তে যাবেন। সেখানে সেতুর দৃশ্যমান হওয়া ৪৫০ ফুট দৈর্ঘ্যের মূল অবকাঠামো দেখাসহ চলমান নির্মাণযজ্ঞ পরিদর্শন করবেন তিনি। প্রকল্পের সার্ভিস এরিয়ায় রাষ্ট্রপতির রাত যাপন করার কথা আছে। পরদিন তিনি হেলিকপ্টারে ঢাকা রওনা হবেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৯:২৮ অপরাহ্ণ