১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

গাজী ক্রিকেটার্সকে ৭৩ রানে পরাজিত করেছে আবাহনী

নিজস্ব প্রতিবেদক:

গাজী গ্রুপ ক্রিকেটার্সের জালে এবার আর আটকা পড়েনি আবাহনী লিমিটেড। ম্যাচের শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যান হানুমা ভিহারীর সেঞ্চুরিতে তা ভালোভাবেই উতরে গেছে নাসির হোসেনের দল। বড় জয়েই সুপার লিগ শুরু করেছে আবাহনী। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী ক্রিকেটার্সকে ৭৩ রানে পরাজিত করেছে আবাহনী। এই জয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন মাশরাফি-নাসিররা।
প্রথমে ব্যাট করে লিস্ট-এ ক্রিকেটে ভিহারীর তৃতীয় সেঞ্চুরিতে ছয় উইকেটে ২৭৮ রানের বড় সংগ্রহ গড়ে আবাহনী। জবাবে আবাহনীর বোলারদের তোপে ৪৩ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় গাজী ক্রিকেটার্স। আবাহনীর সেঞ্চুরিয়ান ভিহারী ম্যাচ সেরা হন। ১২ ম্যাচে আবাহনীর এটি নবম জয়। পয়েন্ট তালিকার শীর্ষেও তারা। সমান ম্যাচে গাজী ক্রিকেটার্সের এটি ষষ্ঠ হার।
লিগে দুদলের প্রথম সাক্ষাতে ইয়াসিন আরাফাত মিশুর আট উইকেট শিকারের আগুনে বোলিংয়ে ১১৩ রানে অলআউট হয়েছিল আবাহনী। গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে ১৭ রানে দুই উইকেট হারিয়ে বসে দলটি। বিজয় (৮) ও নাজমুল শান্ত (৩) আউট হন। তৃতীয় উইকেটে সাইফ হাসান ও ভিহারী ৫২ রানের জুটি গড়েন। কিন্তু সাইফের ৬৩ বলে শম্বুক গতির ৩০ রানের ইনিংসে উল্টো চাপে পড়ে যায় আবাহনী। অধিনায়ক নাসির (৯) দ্রুত ফিরলে ৯১ রানে চার উইকেট হারায় দলটি।
ত্রিশ ওভারে একশো পার হওয়া দলের রানের চাকা সচল করেন মিঠুন ও ভিহারী। তারা ১৩৬ রানের জুটি গড়েন। ভারতের অন্ধ্র প্রদেশের ব্যাটসম্যান ভিহারী তুলে নেন তৃতীয় সেঞ্চুরি। আউট হওয়ার আগে তিনি ১০৯ রান (১২ চার, ১ ছয়) করেন। একপ্রান্তে অবিচল থাকা মিঠুন ইনিংস শেষ করেই ফিরেছেন। শেষ দিকে মাশরাফির ১৪, মোসাদ্দেক হোসেন সৈকতের ৬ বলে অপরাজিত ২৩ রানের ক্যামিওতে বড় স্কোর গড়ে আবাহনী। মিঠুন ৭২ রানে অপরাজিত ছিলেন। গাজী ক্রিকেটার্সের মেহেদী হাসান, আবু হায়দার দুটি করে উইকেট নেন।
মাত্র এক পেসার ও চার স্পিনার নিয়ে খেলতে নামা গাজী ক্রিকেটার্সের ব্যাটিং লাইন ছিল অনেক লম্বা। তারপরও ২৭৯ রানের টার্গেটের চাপ নিতে পারেনি দলটি। ২৫ রানেই হারিয়ে বসে তিন উইকেট। ইমরুল কায়েস (৫), জহুরুল ইসলাম (৫) ও মেহেদী হাসান (০) ব্যর্থ হয়েছেন দলকে ভরসা হতে। কিছুক্ষণ আশা জাগিয়ে রেখেছিলেন মুমিনুল হক ও ভারতীয় অনুস্তপ মজুমদার। তাদের বিদায়ের পর শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে গত আসরের লিগ চ্যাম্পিয়নরা। মুমিনুল ৪৬, অনুস্তপ মজুমদার ৬৪, জাকের আলী অনিক অপরাজিত ২৯, আসিফ আহমেদ রাতুল ২০, নাদিফ চৌধুরী ২০ রান করেন। আবাহনীর সানজামুল ইসলাম ৫০ রানে চারটি, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ২৭৮/৬ (হানুমা ভিহারী ১০৯, মিঠুন ৭২*, সাইফ হাসান ৩০, মোসাদ্দেক ২৩*, মাশরাফি ১৪; আবু হায়দার রনি ২/৪৫, মেহেদী হাসান ২/৪৯, মুমিনুল ১/৪৭, নাঈম হাসান ১/৭৮)
গাজী ক্রিকেটার্স: ৪৩ ওভারে ২০৫ (অনুস্তপ মজুমদার ৬৪, মুমিনুল ৪৬, জাকের আলী ২৯*, আসিফ আহমেদ রাতুল ২০, নাদিফ চৌধুরী ১৮; সানজামুল ৪/৫০, মিরাজ ২/২৮, মাশরাফি ২/৩০, তাসকিন ২/৪৯)
ফল: আবাহনী ৭৩ রানে জয়ী
ম্যাচ সেরা: হানুমা ভিহারী (আবাহনী)।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১:৩৭ অপরাহ্ণ