১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

পিরোজপুরে কলেজশিক্ষককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুর সদর উপজেলায় কলেজ শিক্ষক সদানন্দ গাইনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৬টার দিকে প্রাতঃভ্রমণে বের হলে পিরোজপুর-নাজিরপুর বাইপাস সড়কের নতুন জেলখানা সড়কের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।

সদানন্দ গাইনকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সদানন্দ সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। তার বাড়ি উপজেলার শহরের নতুন জেলখানা এলাকায়।

সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে প্রাতঃভ্রমণে বের হন সদানন্দ। উক্ত স্থানে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৯, ২০১৭ ১২:৫৬ অপরাহ্ণ