১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

ভালুকায় ভবনে বিস্ফোরণ: নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার হবিববাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় আরো তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে পুলিশ উদ্ধার করেছে। গতকাল শনিবার রাত একটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পুরো বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে। আশেপাশে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, বিস্ফোরণে ওই ভবনের তিনতলার দেয়াল ভেঙে পড়েছে। দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার নাম সাহিন (২৩)।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, এটি জঙ্গি আস্তানা ‍কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদস্যরা ভবনের চারপাশে অবস্থান নিয়েছেন। তিনি জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসার পর জঙ্গি আস্তানা কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১০:০৯ পূর্বাহ্ণ