১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

গাজীপুরে আগুনে পুড়েছে ১০ ঘর

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় অগ্নিকান্ডে একটি বাড়ির ১০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

২২ মার্চ বৃহস্পতিবার এ অগ্নিকান্ড ঘটে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিশ্বাসপাড়া এলাকার শহীদুল ইসলামের বাড়িতে আগুন লাগে। পরে আগুন বাড়ির বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাড়ির ১০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষিতর পরিমাণ জানা যায়নি।

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৯:৫৯ অপরাহ্ণ