১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার সন্ধ্যা ৭টায় বৈঠকটি শুরু হয়। আগামী নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হওয়ায় জোটের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দল ও জোটের সূত্রে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন।

বৈঠক জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এমএ রকিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লূৎফর রহমান, বাংলাদেশ ইসলামী পার্টির মহাসচিব মোহাম্মদ আবুল কাশেম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ পিপলস লীগের গরীবে নেওয়াজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আবদুর রব ইউসুফী, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ