১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

ঋদ্ধিমান সাহার ২০ বলে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক:

ভারতের হয়ে ২০১০ সালে টেস্ট ও ওয়ানডে অভিষেক হলেও এখনও টি-টুয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। আইপিএলের নিয়মিত পারফর্মার ডানহাতি ব্যাটারের এই ফরম্যাটে নতুন করে নিজেকে চেনানোর কিছু নেই। তবে শনিবার জেসি মুখার্জি ট্রফিতে কলকাতার ক্লাব মোহন বাগানের হয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। বেঙ্গল নাগপুর রেলওয়ের (বিএনআর) বিপক্ষে মাত্র ২০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দিয়েছেন ১০ উইকেটের জয়। শুধু তাই নয়, এক ওভারে ৬টি ছক্কাও মেরেছেন।

আগে ব্যাট করে বিএনআর ২০ ওভারে ১৫১ রান করেছিল। ঋদ্ধিমানের সেঞ্চুরিতে মাত্র ৭ ওভারে ১৫৪ রান করে ম্যাচটি জিতে নেয় মোহন বাগান। ১০২ রানের অপরাজিত এই ইনিংস খেলতে ঋদ্ধিমান হাঁকিয়েছেন ১৪টি ছক্কা ও ৪টি চার। এই ৩৩ বছর বয়সী কোন বলে রান পাননি এমনটা হয়নি। বাকি দুই বলে নিয়েছেন দুইটি সিঙ্গেল। আর সপ্তম ওভারে পেসার আমান প্রসাদের ৬ বলে ৬টি ছয় মেরে জয় নিশ্চিত করেছেন ঋদ্ধিমান। একটি ওয়াইড সহ সে ওভারে প্রসাদ ৩৭ রান দিয়েছেন। ঋদ্ধিমানের স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য, ৫১০! ওপেনিংয়ে তার সঙ্গী শুভময় দাস ২২ বলে ৪৩ রান অপরাজিত ছিলেন।

নিজের ব্যাটিং সম্পর্কে এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন, ‘প্রথম থেকেই আনুভব করছিলাম বলে জায়গামতই মারতে পারব। তাই সুযোগটি নিয়েছি।’

আর ক’দিন পরই শুরু হতে যাচ্ছে আইপিএলের একাদশ আসর। গত জানুয়ারির নিলামে তাকে ৫ কোটি রুপিতে কিনে নিয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ঋদ্ধিমানের এই ইনিংস নিশ্চিতভাবেই দলটির মুখের হাসি চওড়া করবে।

কোন অফিসিয়াল ম্যাচে দ্রুততম টি-টুয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে এই কীর্তি গড়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৭:০১ অপরাহ্ণ