নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের রুমায় বড়ুয়া পাড়া ঘাটে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মার্চ) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই পর্যটক হলেন ঢাকা ইউনাইটেড ইউনিভার্সিটির প্রভাষক শামসুনু সরকার (২৬) ও তার বন্ধু মো. শাহেদ এহসান।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে তারা চার বন্ধু রুমার বগালেকে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে তারা রুমার বড়ুয়া পাড়া ঘাটে সাঙ্গু নদীতে যান। সেখানে গোসল করতে নামলে দুজন ডুবে মারা যান।
এ ব্যাপারে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আলম বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠিয়ে সাঙ্গু নদীতে ডুবে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশজনতা /এন আর