২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০০

বাকৃবিতে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্সের (বিএসভিইআর) দুদিন ব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে এ বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন হয়। ২৪তম এ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় বাংলাদেশের ভবিষ্যত ভেটেরিনারি শিক্ষা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসভিইআর’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
সম্মানিত অতিথি হিসেবে এমিরেটাস অধ্যাপক ড. এম.এ. সাত্তার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয় মোহন দাস ও ওয়াল্ড প্রোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএসভিইআর’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। পরে প্রতিপাদ্য বিষয় ও অ্যান্ট্রি মাইক্রোবিয়াল রেজিসটেন্সের উপর দুটি সিমপোজিয়াম অনুষ্ঠিত হয়।
দুই দিনের এ সম্মেলনে মোট ১১৫টি গবেষণাপত্রের মৌখিক নিবন্ধ ও পোস্টার আকারে উপস্থাপন করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ