১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

মহাকাশে সংরক্ষিত স্পার্ম থেকে স্বাস্থ্যবান ইঁদুর!

দৈনিক দেশজনতা ডেস্ক:

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) নয় মাস ধরে রাখা হিমায়িত এবং শুষ্ক ইঁদুরের স্পার্ম থেকে স্বাস্থ্যবান ইঁদুরের প্রজনন করতে সক্ষম হয়েছেন জাপানের বিজ্ঞানীরা। এর মাধ্যমে তারা এই অনুসিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ভবিষ্যতে মানুষ মহাকাশেও বংশবিস্তার করতে পারবে।

মানুষ যদি কখনও মহাকাশে কলোনি স্থাপন করে তাহলে এই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মানুষ সেখানে প্রজনন এবং বংশবিস্তার করতে সক্ষম হবে। তবে অনেক গবেষকরা বলছেন আইএসএস- এ পৃথিবীর চেয়ে ১০০ গুণ বেশি তেজস্ক্রিয়তা রয়েছে যা ডিএনএ- কে ক্ষতিগ্রস্ত করবে।

জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশি’র গবেষকরা আইএসএস- এ নয় মাস ধরে ৯৫ ডিগ্রী সেলসিয়াসে স্পার্ম সংরক্ষণ করতে সক্ষম হন। যদিও এতে স্পার্ম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তবে ডিম্বাণুর সংস্পর্শে আসার পর তা নিজে নিজেই সুস্থ হয়ে ওঠে এবং জন্মহারে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায়নি।

গবেষকরা বলেন, ‘আমাদের পরীক্ষার ফলাফল বলে দেয় যে, ভবিষ্যতে মানুষ কিংবা অন্যান্য প্রাণীর বংশবিস্তার কিংবা শুক্রাণু সংরক্ষণ করা সম্ভব। মহাকাশের যুগ শুরু হলে এটা তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তাদের গবেষণার এ রিপোর্ট ‘ন্যাশনাল একাডেমী অব সায়েন্সেস’ জার্নালে প্রকাশিত হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৯, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ