১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:১৪

নেপালে বিমান দুর্ঘটনায় আহত কবিরকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে নেপালের বিমান দুর্ঘটনায় আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা কবির হোসেনকে।

আজ শনিবার সকালে বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন।

সংবাদ সম্মেলনে চিকিৎসক বোর্ডের সদস্য ঢামেক প্রিন্সিপাল অধ্যাপক ড. আবুল কালাম আজাদ জানিয়েছেন, আহত কবিরের ফুসফুস ও লিভারে আঘাতের কারণে তার কার্যক্ষমতা কিছুটা কমে গেছে। এছাড়া তার ফ্র্যাকচার রয়েছে। এখন তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

গতকাল শুক্রবার আহত কবিরের অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

মাদারীপুরের শিবচর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত মোসলেম আলী মাতব্বরের ছেলে কবির হোসেন তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকার উত্তরখানের কুনিপাড়া এলাকায় নিজের বাড়িতে থাকেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ