১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

এবার ধর্ষণের অভিযোগ বলিউড অভিনেত্রীর

বিনোদন ডেস্ক:

রূপালি পর্দায় বলিউড অভিনেত্রী জিনাত আমানকে দেখে বুকে ঝড় ওঠেনি এমন ভক্তর সংখ্যা খুবই কম আছে। এই আবেদনময়ীর খাতিরে বক্স অফিস কাঁপিয়েছে অনেক ছবি। ৬৮ বছর বয়সী সেই জিনাত আমানই এবার বোমা ফাটালেন। জানালেন, মুম্বাইয়ের এক ব্যবসায়ী ‘ধর্ষণ’ করেছে তাকে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের জুহু থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন জিনাত। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। মুম্বাই পুলিশের ডিসিপি নিসার তামবলি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

১৯৪৯ সালে জন্ম নেওয়া জিনাত আমান প্রথম বড় পর্দায় আসেন ১৯৭১ সালে। এর পর একে একে অভিনয় করেন দেব আনন্দ, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চনসহ সব প্রথম সারির নায়কের সঙ্গে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৩:৩৬ অপরাহ্ণ