আন্তর্জাতিক ডেস্ক:
পড়ালেখায় সহপাঠীদের থেকে একটু পিছিয়ে পড়ায় প্রায়শই মারধর করতেন বাবা। এই শাসন অসহ্য ঠেকতে শেষ পর্যন্ত বাবাকেই (৪৪) খুন করে বসল ১৫ বছরের এক কিশোরী। মধ্য চীনের হিউনান প্রদেশের ছোট্ট শহর ডংকউ’র এই ঘটনা সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। খবর জিনিউজ।
জানা গেছে, কিশোরীর বাবা স্থানীয় একটি স্কুলে গণিতের শিক্ষকতা করতেন। মেয়ের লেখাপড়া নিয়ে চিন্তিত ছিলেন তিনি। আর তার জেরে প্রায়দিনই তাকে বাড়ি ফিরে মারধর করতেন তিনি। একপর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছায়। মেয়েকে মারধর করতে দেখে কিশোরীর মা বাধা দিতে গেলে তাকেও মারধর শুরু করেন তিনি। ওই দৃশ্য দেখে সহ্য না করতে পেরে বাবার বুকে ছুরি বসিয়ে দেয় অভিযুক্ত কিশোরী।
আশঙ্কাজনক অবস্থা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। খবর পেয়ে পুলিস এসে অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে সে।
দৈনিকদেশজনতা/ আই সি