১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৬

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্ব গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ দগ্ধ হয়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আরো ৮০জন আহত হয়েছেন। হামলার সময় বিষাক্ত নাপাম গ্যাস ছুঁড়লে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার সকালে পূর্ব গৌতার আরবীন শহরে, মাটির নীচের একটি আশ্রয়কেন্দ্রে এই হামলা চালানো হয়। ওই সময় সেখানে প্রায় ১২৫ জন লুকিয়ে ছিলো। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে, মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির গণমাধ্যম জানায়, পূর্ব গৌতার ফায়লাক আল-রাহমান গ্রুপ নামের বিদ্রোহী গোষ্ঠী অস্ত্রবিরতির ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা আগে– এই হামলা চালানো হয়। বিদ্রোহী গ্রুপ ফালাক আল-রাহমানের মুখপাত্র ওয়াইল ওলওয়ান দাবি করেছেন, বিক্ষুব্ধ সরকারের একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল ওই এলাকা। তাদের লক্ষ্যবস্তু করেই হামলাটি চালানো হয়েছে। তিনি বলেন, আমরা আশা করি, গৌতার পূর্বাঞ্চলের উদ্ভূত সংকট আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ