আন্তর্জাতিক ডেস্ক:
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে সৌদি আরব কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা দেশটির বিখ্যাত সাংবাদিক ও রাজপরিবারের সাবেক উপদেষ্টা জামাল খাসজ্ঞি। তিনি বলেন, সৌদি আরবে বুদ্ধিজীবীদের কথা বলার কোনো স্থান নেই। সাংবাদিকদেরও জেলে ঢুকানো হচ্ছে। এতে দেশটির নীতি নিয়ে প্রশ্ন উঠেছে বলেও জানান এই খ্যাতনামা লেখক।
জামাল খাসজ্ঞি বলেন, ‘আজ যখন আমরা কথা বলছি, সৌদি আরবে অনেকে বুদ্ধিজীবী ও সাংবাদিক তখন কারাগারে রয়েছেন। সেখানে কেউ কথা বলার সাহস করছে না, সংস্কারের সমালোচনা করতে পারছে না।’ তার ভাষায়, ‘বরং সমালোচক, সৌদি বুদ্ধিজীবী, লেখক ও গণমাধ্যমকে কথা বলার সুযোগ দেয়াই হবে সবচেয়ে ভালো কাজ।’
মোহাম্মদ বিন সালমানের অধীনে সৌদি আরব একটি গণতান্ত্রিক দেশ হয়ে উঠবে কি না- এমন প্রশ্নের জবাবে খাসজ্ঞি বলেন, ‘তার অধীনে সম্ভব নয়। আমি তাকে এমন ক্ষমতা ভাগাভাগি, গণতন্ত্র নিয়ে কোনো কথা বলতে শুনিনি।’ তবে খাসজ্ঞির সঙ্গে ভিন্নমত পোষণ করে আরাবিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলি শিহাবি বলেন, বিন সালমান একজন সংস্কারক। তাকে তার দেশের ইতিহাসের আলোকেই বিচার করা উচিত; বাকি বিশ্বের সঙ্গে তুলনা করে নয়।
দৈনিকদেশজনতা/ আই সি