২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

সুপ্রিম কোর্ট নির্বাচনে জনমতের প্রতিফল ঘটেছে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের মাধ্যমে দেশের জনমতের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে দেশের জনমতের প্রতিফলন ঘটেছে। দেশের মানুষ কী ভাবছে তা পরিষ্কার হয়েছে। কারণ, এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। সবাই প্রতিযোগিতা করেছে। একটা উৎসবের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। কোথাও কোনো করচুপি হয়নি। আগামী সাধারণ নির্বাচন যদি এমন উৎসবপূর্ণ ও সুষ্ঠু হয় তাহলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ভোটের পার্থক্য হবে ৭৫ ও ২৫ শতাংশ। এটিই বাস্তবতা। সরকার ২৫ শতাংশের বেশি ভোট পাবে না।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে ‘জিয়া নাগরিক ফোরাম।’

মওদুদ আহমদ অভিযোগ করেন, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের হাওয়া ওল্টানোর জন্য সরকারের অনেক প্রভাবশালী লোকেরা চেষ্টা করেছে। কিন্তু তারা পারেননি।’

তিনি বলেন, ‘সরকার ২০১৩ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। কিন্তু সেই স্বপ্ন কোনদিনই বাস্তবায়িত হবে না। সব কিছুর একটা সীমা আছে। এই সরকার সেই সীমা পেরিয়ে গেছে। আগামী মাস আমাদের জন্য পরীক্ষার মাস। এখনো শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকার যদি সমঝোতায় না আসে তাহলে একটা সময় আসবে রাজপথ ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

যেখানে গণতন্ত্র নেই সেখানে উন্নয়শীলতার কোনো অর্থ নেই উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘উন্নয়নশীলতার কোনো অর্থ নেই বাংলাদেশের মানুষের কাছে। আর এই উন্নয়নশীল হওয়ার পেছনে সরকারের কোনো একক কৃতিত্ব নেই। আমরা ক্ষমতায় থাকলে আরও ৭/৮ বছর আগেই উন্নয়নশীল হতো দেশ। আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্নীতির কারণে এটি দেরিতে হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এ জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ৬:৫৬ অপরাহ্ণ