৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৮

ভোলায় প্রায় ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

 

ভোলা প্রতিনিধি :

ভোলায় প্রায় ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস। ২৩ মার্চ দিনভর ইলিশার জংশন এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করে তারা। পরবর্তীতে জব্দকৃত ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মারুক বিএন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর উপজেলার ইলিশা জংশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৮ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত ওই জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এই ধরনের অভিযান ভবিষৎতে অব্যাহত থাকবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ৬:৩২ অপরাহ্ণ