৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩১

টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা শিশু এবং আরেক স্কুল ছাত্র নিহত হয়েছে। এঘটনায় আরো ২জন আহত হয়েছেন।
জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মৎস্যবাহী পিকআপ ভ্যান দমদমিয়া এলাকায় পৌঁছুলে দমদমিয়ায় অবস্থানকারী মিয়ানমার নাগরিক মো. নুরুল ইসলামের ছেলে মো. আতাউলকে (৬) ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এদিকে, সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ লেদায় কক্সবাজারগামী একটি যাত্রীবোঝাই স্পেশাল বাস একটি টমটমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক পশ্চিম সিকদার সিকদার পাড়ার সোলেমানের ছেলে হামিদ হোছন (৩২) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হ্নীলা হাসপাতাল হয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে হোয়াইক্যং বাজারে পশ্চিম সাতঘরিয়া পাড়ার আবু ছিদ্দিকের ছেলে তালেব আলীর মালিকানাধীন একটি বেপরোয়া ডাম্পার উত্তর পাড়ার মোস্তফা কামালের ছেলে ও হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক শাখার ছাত্র আজিজুল করিমকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এসময় অপর সহকর্মী মো. নাসিম আহত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার সকাল ১১টায় স্থানীয় উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এদিকে টেকনাফ সড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধি হয়ে অদক্ষ, লাইসেন্স ও প্রশিক্ষণবিহীন কিশোর চালকদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় প্রায় সময় ডাম্পার, ছাঁরপোকা, মাহিন্দ্রারা ও টমটমের দুর্ঘটনা ঘটেই চলছে। এছাড়া বিভিন্ন বাজারের সরকারী খাস জমি দখল করে প্রভাবশালীরা অবৈধ স্থাপনা গড়ে তোলায় এই দুর্ঘটনা আরো বাড়ছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে ভুক্তভোগী ও সচেতন মহল মনে করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ২:১৫ অপরাহ্ণ