১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

ট্রাম্পের রুশবিষয়ক আইনজীবীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়াবিষয়ক বিশেষ আইনজীবী জন ডড পদত্যাগ করেছেন। তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে তদন্ত করছিলেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বেশ কয়েকজন সহকারী হয় পদত্যাগ করেছেন কিংবা তাদের বরখাস্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিডিয়ার খবরে বলা হয়, ডড অভিযোগ করেছেন যে ট্রাম্প ক্রমবর্ধমান হারে তার পরামর্শ অগ্রাহ্য করছেন।

তবে কোনো কোনো খবরে বলা হয, বিশেষ আইন উপদেষ্টা রবার্ট মুলারকে সামাল দেয়ার ডডের সামর্থ্যের ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন ট্রাম্প।

ওয়াশিংটন পোস্টে এক ইমেইলে ডড বলেছেন, আমি প্রেসিডেন্টকে ভালোবাসি, তার কল্যাণ কামনা করি। তিনি ট্রাম্পের সহযোগীদের সাথে রাশিয়ার সম্পর্ক তদন্ত করছিলেন।

গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে অবিলম্বে মুলারের তদন্ত বন্ধ করতে বলেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের হয়ে কথা বলছিলেন।

তবে পরে তিনি জানান, তিনি ট্রাম্পের পক্ষ থেকে নয়, নিজে থেকে কথাটি বলেছিলেন। -বিবিসি

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ