অনলাইন ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ- চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা জলদস্যু দাবি করে ভারতীয় পুলিশ বলছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দেশটির গণমাধ্যম বলছে, ভারতীয় অংশের সুন্দরবনে বড়সড় একটা ডাকাতির পরিকল্পনা করছিল এই দলটি। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা থানায় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসও-জি সূত্রের খবর, বাইরপুর থানার পুলিশ গোপন-সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের পীর-খালি এলাকায় অভিযান চালায়। সেই সময় বাংলাদেশি ‘সশস্ত্র ওই ডাকাত’ দলটি একটি বড়সড় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
তবে অত্যন্ত ঝানু এই ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা পুলিশও গুলি চালায়। দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে বেশ কিছু সময়। এরপরই এক-এক করে চার জল দস্যুকে গ্রেফতার করে পুলিশ। ওই দলে আরও সদস্য ছিল বলেই পুলিশ দাবি করেছে।
ধৃতদের কাছ থেকে চারটি এক নলা বন্দুক, চারটি পিস্তল এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, ধৃত জলদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশের সাতক্ষীরা জেলাসহ বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে বহু মামলা রয়েছে। এই ডাকাত দল কে ধরার জন্য সীমান্তবর্তী থানাগুলোর মধ্যেও সমন্বয় করা হয়েছিল।
দৈনিক দেশজনতা /এন আর