১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্র মুক্তি : আমীর খসরু

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এখন শুধু একজন রাজনৈতিক নেত্রীর মুক্তি নয়। এটি এখন গণতন্ত্রের মুক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসনের বাইরে রেখে ক্ষমতায় থাকতে হলে বেগম খালেদা জিয়াকে জেলে রাখতে হবে। সেজন্য খালেদা জিয়াকে তাঁর আইনি অধিকারগুলোও দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আমীর খসরু। বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই ফাঁদে পড়ে গেছে বলেও মন্তব্য করে তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখন কেবল একজন রাজনৈতিক ব্যক্তিই নন, তিনি এখন দেশের গণতন্ত্রের জননী। বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা মানে গণন্ত্রকেই বন্দি করে রাখা। সেজন্য বিএনপি নেত্রীকে মুক্ত করা মানেও দাঁড়ায় গণতন্ত্রকে মুক্ত করা।
তিনি বলেন, এটি এখন পরিষ্কার যে, বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে আওয়ামী লীগ ফাঁদে পড়েছে। কারণ তাঁরা চায় জনগণকে বাইরে রেখে আবারও একতরফা ভোট করে ক্ষমতায় থাকে যেতে। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। এ জন্য তাঁরা বিভিন্ন ধরনের উন্নয়নের কথা বলে জনগণকে ধোকা দিয়ে বেড়াচ্ছে।

খসরু উপস্থিত সকলের প্রতি ‘জীবনে কখনও শুনেছেন- উন্নয়নের মিছিল হয়?’ প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের দুর্বলতা কোন পর্যায়ে পৌঁছালে উন্নয়নের মিছিল করতে হয়। আসলে উন্নয়নটা কার হয়েছে, দেশের মানুষের নাকি সরকারি দলের নেতাকর্মীদের? বলেও প্রশ্ন রাখেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী।
সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, দেশের মানুষ কী এত বোকা হয়ে গেছে! আপনারা উন্নয়নের মিছিল করবেন আর তারা সেটিই গিলবে- এটা মনে করার কোনো কারণ নেই। কারণ, উন্নয়ন তো হয়েছে আওয়ামী লীগের, দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি, তাদের ভাগ্যের কোনো উন্নতি ঘটেনি বলেন খসরু।

সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদন্ডের প্রতিবাদে কালোব্যাজ ধারণ করেন।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ