১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪২

বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন শ্রমিক। রোববার বিকেলে সিংঙ্গাইর ও সাটুরিয়া উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিংঙ্গাইরে নজগরের ছেলে তাহের মিয়া (৪২), খালেকের ছেলে বারেক মিয়া (৪৫), রৌশন আলীর ছেলে আসলাম মিয়া (২৮), সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার চর পাড়া গ্রামের গনেশের ৫ম শ্রেণিতে পড়ুয়া ছেলে জয়ন্ত (১০) এবং গবরা ধনের ৯ম শ্রেণিতে পড়ুয়া ছেলে নিতাই (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আসলাম মিয়ার বাড়িতে একই এলাকার কৃষি শ্রমিকরা ধান কাটার কাজ করছিলেন। বৃষ্টির সময় তারাহুড়ো করে পাশেই ধানের গোলা ঘরে আশ্রয় নেয় তারা। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মারা যান তাহের মিয়া নামের এক কৃষি শ্রমিক এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান বারেক ও আসলাম। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দু’জনকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

আহতরা হলেন—আমের আলী, ফজলু, ইন্নুস, হোসেন আলী ও ইদ্রিস আলী। এদের মধ্যে ফজুল ও আমের আলীকে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ লুৎফর রহমান জানান, বজ্রপাতে তিনজন মারা গেছেন এবং বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের ঢাকায় রের্ফাড করা হয়েছে।

এদিকে সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার চরপাড়া গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে খেলছিল দুই স্কুলছাত্র। এ সময় বজ্রপাত হলে তারা মারা যায়।

হরগজ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি বজ্রপাতে ওই দুইছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৮, ২০১৭ ৭:৩৯ অপরাহ্ণ