১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

সীমান্তে কড়া নজরদারি করবে ভারত

অনলাইন ডেস্ক :

অনুপ্রবেশ ও সীমান্ত সংক্রান্ত অপরাধ বন্ধ করতে বাংলাদেশের সঙ্গে সীমান্তে নজরদারি কড়াকড়ি করবে ভারত। এ ছাড়াও অপ্রীতিকর কার্যকলাপ বন্ধ করাও তাদের উদ্দেশ্য থাকবে। বুধবার এ কথা বলেছেন ত্রিপুরায় নতুন ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তিনি মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি বলেন, আরো উন্নতমানের সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশ সীমান্ত বেড়ার ওপর সিসিটিভি বসানোর উপযুক্ততা যাচাই করে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং আরো বলেছেন, সীমান্তে যেকোনো রকম অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে সেন্ট্রাল কন্ট্রোল এবং মনিটরিং রুম প্রতিস্থাপন করার কথা বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ জন্য আন্তর্জাতিক সীমান্ত বরাবার সড়ক পথগুলোর উন্নত রক্ষণাবেক্ষণে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে। অনুপ্রবেশ, সীমান্ত সংক্রান্ত অপরাধ বন্ধ করতে নিরাপত্তা রক্ষাকারী ও অবকাঠামোকে শক্তিশালী করা হবে। প্রতিরোধ করা হবে অপ্রীতিকর কর্মকাণ্ড।

উল্লেখ্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা নয়া দিল্লি সফর শেষে বুধবার তাদের রাজ্যে ফিরেছেন। নয়া দিল্লিতে তারা বৈঠক করেছেন প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কিছু নেতার সঙ্গে। এবার ত্রিপুরা বিধান সভা নির্বাচনে ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা সিপিআইএম দলকে হঠিয়ে দিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ধরাশায়ী হন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরপর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের অভিন্ন সীমান্ত রয়েছে। এর মধ্যে ২২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলোমিটার, মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার ও আসামের সঙ্গে ২৬৩ কিলোমিটার। মোট ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব সীমান্তে রয়েছে পাহাড়ি পথ, ঘন বন, জলাশয়।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ৫:৩৬ অপরাহ্ণ