আন্তর্জাতিক ডেস্ক:
প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ বাড়াতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বর্তমানে দেশটির প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ পাঁচবছর। আর এই মেয়াদ শেষ হবার পর তিনি আর নির্বাচিত হতে পারেন না। তাই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর (ব্লু হাউস) এশিয়ার দেশগুলোর সাথে মিল রেখে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ দুই দফায় উন্নীত করার কথা চিন্তা করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত সংশোধনী অনুমোদিত হলে প্রেসিডেন্ট দুই মেয়াদের জন্য নির্বাচিত হতে পারবেন। তবে প্রতি দফায় ক্ষমতার মেয়াদ হবে চার বছর। দক্ষিণ কোরিয়ায় সাংবিধানিক সংশোধনীর জন্য সংসদে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট লাগে। সংসদে অনুমোদন পাবার পর প্রস্তাবটি আইনে পরিণত করতে গণভোটের আয়োজন হয়।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট মুন জেই-ইন ভোটারদের বয়স ১৮ বছর করার পক্ষে মত দিয়েছেন। বর্তমানে দেশটিতে ভোটারের সর্বনিম্ন বয়স ১৯ বছর। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর (ব্লু হাউস) থেকে বলা হয়েছে ভোট দেয়ার সর্বনিম্ন বয়স ১৯ থেকে কমিয়ে ১৮ তে নিয়ে আসার ব্যাপারে প্রস্তাব তোলা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি) ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র দক্ষিণ কোরিয়ায় ভোটারদের সর্বনিম্ন বয়স ১৯ বছর।
দৈনিকদেশজনতা/ আই সি