১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও পচা মিষ্টি বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি এবং পচা মিষ্টি বিক্রির দায়ে পুরান ঢাকার চকবাজারের বোম্বে সুইটসসহ দুটি প্রতিষ্ঠানকে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

চকবাজার মোড়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও পচা মিষ্টি বিক্রির দায়ে বোম্বে সুইটসকে ২ লাখ এবং আলাউদ্দিন সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মশিউর রহমান বলেন, প্রতিষ্ঠান দুটির মধ্যে বোম্বে সুইটস পচা মিষ্টি বিক্রি করছিল। মিষ্টিগুলো ক্রেতারা অনেকে ক্রয় করে খেলে অসুস্থ হয়ে পড়তেন। বিষয়টি অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি রমজানের প্রথম দিনে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করছিল।

তিনি বলেন, অসাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরির অভিযোগে আলাউদ্দিন সুইটসকেও জরিমানা করা হয়েছে। ডিএমপির এ অভিযান রমজান মাস জুড়ে চলমান থাকবে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৮, ২০১৭ ৫:৫৫ অপরাহ্ণ