২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৫

টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অলআউট ইংল্যান্ড। কিউই তারকা বোল্ট নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে মাত্র এক ঘন্টা ৩৪ মিনিটের মধ্যেই ইংলিশদের ইনিংস গুড়িয়ে দিয়। ৩২ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেনি এই পেসার। কিউইদের বিপক্ষে এটাই ইংলিশদের সর্বনিম্ন রানের ইনিংস।

নিউজিল্যান্ডের ঘরের মাঠে এটি ছিলো প্রথম গোলাপি বলের টেস্ট। দিবা-রাত্রির এই টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম ওভারের পঞ্চম বলে বোল্টের বলে সাজঘরে ফিরেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। এরপর বোল্ট এবং টিম সাউদির সামনে দাড়াতে পারেনি কোন ব্যাটসম্যান। রানের খাতা খোলার আগেই ডাক মারেন পাঁচ ইংলিশ ব্যাটসম্যান। মাত্র ২৭ রানেই ৯ উইকেট হারায় ইংলিশরা। শেষের দিকে ক্রেইগের ব্যাটে ভর করে ২০.৪ ওভারে ৫৮ রানে থামে তাদের ইনিংস। এটি ইংল্যান্ডের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। নিউজিল্যান্ডের হয়ে ৬ উইকেট নেন বোল্ট এবং ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন সাউদি।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড ১ম ইনিংস : ৫৮ (২০.৪ ওভার)

(কুক ৫, স্টোনম্যান ১১, রুট ০, মালান ২, স্টোকস ০, বেয়ারেস্টো ০, মঈন ০, ওকস ৫, ওভারটন ৩৩*, ব্রড ০, অ্যান্ডারসন ১; বোল্ট ৬/৩২, সাউদি ৪/২৫)।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ