১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ১০টি গোডাউন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে হুমায়ুন কবির, শহীন মিয়া, সুফিয়ান, হুসাইন ও স্বপনসহ ১০টি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১১:১০ পূর্বাহ্ণ