১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ জুনে

স্পোর্টস ডেস্ক:

আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের সম্ভাব্য ভেন্যু হিসেবে ভারতের দেহরাদুনকে বিবেচনা করা হচ্ছে। গত  বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী একথা জানিয়েছেন।
তিনি বলেন, আমরা ভারতের দেহরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখনো আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভবত, জুনের প্রথম সপ্তাহে এই সিরিজ অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান সম্প্রতি টেস্ট মর্যাদা লাভ করেছে। আগামী ১৪ জুন ভারতের বিপক্ষে প্রথম সিরিজ খেলবে। ঐতিহাসিক সেই ম্যাচের আগেই এই সিরিজ খেলার কথা ভাবা হচ্ছে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১০:৪১ পূর্বাহ্ণ