১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৯

ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাই জখম

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে ছোট ভাইয়ের রামদা’র কোপে বড় ভাই গুরুতর জখম হয়েছে। আহত মো. জহিরুল ইসলাম ফজলুকে(৫৫) রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জহিরুলের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। আজ রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম পান্না তার বড় ভাইকে রামদা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। বড় ভাইয়ের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে রফিকুল ইসলাম পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিন বড়ইয়া নিবাসী মৃত মুনছুর আলী খানের ছেলে মো. রফিকুল ইসলাম (পান্না) ও মো. শহিদুল ইসলাম (নান্না) আপন ভাই এবং মো. জহিরুল ইসলাম ফজলু সৎ ভাই। এলাকাবাসী জানান, দীর্ঘ দিন এদের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর ঐ বিরোধের জের ধরে আজ মাদ্রসা শিক্ষক মো. রফিকুল ইসলাম পান্না রাম দা দিয়ে কুপিয়ে মো. জহিরুল ইসলাম ফজলুরের দুই পা হাটুর নিচে গুরুতর জখম করেছে। এঘটনায় রাজাপুর থানায় হত্যা চেষ্টা মামলার প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ জানায়।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ৭:৩৫ অপরাহ্ণ