১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

ঈশ্বরদী কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত রহমান গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত রহমান রাসেলকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঈশ্বরদী শহরের শহীদ আমিনপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক রাসেল ঈশ্বরদী পৌর এলাকার শহীদ আমিনপাড়ার মৃত আনিছুর রহমানের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, দ্রুত বিচার আইনে মামলাসহ মোট ৬টি মামলার আসামি রাসেল। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন এবং আদালতে সঠিক সময়ে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বুধবার (২১ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১১:০৯ পূর্বাহ্ণ