স্পোর্টস ডেস্ক:
চলতি বছর দুই বার দুটি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে শিরোপা জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে বাংলাদেশ দল। প্রথমে ঘরের মাঠে শ্রীলংকার কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হার।
আর এরপর রবিবার ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে শেষ বলে হার। তাই সব মিলিয়ে এই বছরে এখন পর্যন্ত নিজেদের কোন শিরোপা উপহার দিতে পারেনি বাংলাদেশ দল। তারপরও হতাশার কিছু নেই টাইগারদের জন্য।
কারণ এখনও বছর শেষ হতে বাকি ৯ মাস। আর এই ৯ মাসে অনেক ক্রিকেট খেলার সুযোগ পাবে টাইগাররা। হয়তো আসন্ন সিরিজ গুলো দিয়েই এই দুটি সিরিজের ফাইনালে হারের দুঃখ ঘুচাতে পারবে টাইগাররা।
চলতি বছরের জুনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেই সিরিজে ক্যারিবিয়ানদের মাটিতে দুটি টেস্ট ৩টি ওয়ানডে এবং ১টি টি-টুয়েন্টি খেলবে সাকিব-তামিমরা।
এরপর ভারতের মাটিতে এশিয়া কাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে টাইগাররা। এফটিপি অনুযায়ী সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সেখান থেকে টাইগাররা রওনা করতে পারে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। স্টিভ স্মিথদের বিপক্ষে দুটি টেস্ট এবং ৩টি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। যদিও এখনও সফরটির ব্যাপারে কোন নিশ্চয়তা মেলেনি।
একই বছর ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে ফিরতি সফর করবে ক্রিস গেইল-এভিন লুইসরা। দুটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে তারা।
দৈনিক দেশজনতা /এন আর