আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দেশটির পুলিশ। ২০০৭ সালের নির্বাচনে তিনি লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ অর্থ নিয়েছেন এমন একটি অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
অন্যদিকে, সম্প্রতি তার এক মিত্র আলেকজান্দ্রি জোহরিকে লন্ডনে গ্রেফতার করা হয়।
২০১২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর সারকোজির বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ আনা হয়। ২০১৩ সালে তার বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত শুরু হলেও অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট।
বিচার বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাকে পশ্চিম ফ্রান্সের নানতেরিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সারকোজি সরকারের মন্ত্রী ও তার ঘনিষ্ঠ মিত্র ব্রিস হর্টিফেক্সকেও মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সাবেক গাদ্দাফি সরকারের কিছু কর্মকর্তা ও ফরাসি-লেবানিজ ব্যবসায়ী জিয়াদ তাকিদীন এই অভিযোগ এনেছেন বলে জানিয়েছে বিবিসি।
দৈনিকদেশজনতা/ এফ আর